Logo Design

সিলেটের এজলাসে টানানো হলো বঙ্গবন্ধুর প্রতিকৃতি

< 1 min read

নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ

দেশের সকল এজলাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি টানানোর আদেশ দিয়েছেন উচ্চ আদালত। এরই প্রেক্ষিতে সোমবার সিলেটের সকল আদালতের এজলাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি টানানো হয়।

জানা গেছে, সিলেট জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ, বিভাগীয় বিশেষ জজ, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ সকল আদালতের এজলাসে জাতির পিতার প্রতিকৃতি টানানো হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান বলেন, ‘আমরা যখনই একটি সুবিচার করবো তখন বঙ্গবন্ধুও এর অংশীদার হবেন। সুবিচার প্রতিষ্ঠায় তিনি সবসময় আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন।’

  • Save

এ সময় গণপূর্ত বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী কুতুব আল হোসাইন, উপ-বিভাগীয় প্রকৌশলী তোফাজ্জল হোসেন খান, সিলেটের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জামিলুল হক জামিল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমেদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Share via
Copy link
Powered by Social Snap