থানার দরজা জনগনের জন্য সব সময় খোলা থাকবে; ওসি সফিকুল ইসলাম মোল্লা

0
163

রুহুল আমিন

আইনি সহয়তা,জিডি,মামলা নথিভুক্ত করা সহ পুলিশি সেবার জন্য সেবাপ্রার্থীদের কাছ থেকে টাকা নেয়ার বিধান নেই।আইনি সহয়তা নিতে থানায় এসে কেউ যেনো হয়রানি ও প্রতারণার শিকার না হন,এবং টাকা ছাড়াই সেবা পান সেজন্য প্রয়োজনী ব্যাবস্থা গ্রহণ করা হবে।এজন্য সাধারণ জনগনের জন্য সব সময় খোলা থাকবে থানার দরজা।রবিবার সাংবাদিকদের সথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন মানিকগঞ্জের সিংগাইর থানার নব নিযুক্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো সফিকুল ইসলাম মোল্লা।তিনি আরো বলেন,থানার মুল ফটক ও ডিউটি অফিসারদের রুমের সামনে মামলা ও জিডি করতে টাকা লাগে না লেখা সম্বলীত সাইনবোর্ড লাগানো রয়েছে।যাতে করে কোন সেবাপ্রার্থী দালালচক্র ও অসাধু পুলিশ সদস্য দ্বারা হয়রানির শিকার না হন।যুদি কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে টাকার জন্য কোন সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ পাওয়া যায়,তাহলে তাৎক্ষনিক ভাবে শাস্তিমূলক ব্যাবস্থা নেয়া হবে,এবং মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ,দালালচক্র,ও অপরাদ মুক্ত করে সিংগাইর কে একটি সুন্দর ও সুষ্ঠ পরিবেশ গড়তে চাই।এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম,এসআই মাহাফুজ রানা,বাংলাদেশ সাংবাদিক সমিতির সিংগাইর উপজেলা শাখার আহ্বায়ক ও কালের কণ্ঠের সাংবাদিক মোবারক হোসেন,যুগ্ম আহ্বায়ক খোলা কাগজের সাংবাদিক সুজন মাহাম্মুদ,সকালের সময়ে সাংবাদিক মিজানুর রহমান,সিংগাইর প্রেস ক্লাবের সভাপতি কহিনুর ইসলাম রাব্বি,সাধারন সম্পাদক মাসুম বাদশা,আমাদের আর্থনীতির সিরাজুল ইসলাম,নয়া দিগন্তের মো সোরহাব হোসেন,মানবজমিনের আতাউর রহমান,সংগ্রামের তারেক বিল্লাহ খান,প্রতিদিনের সংবাদের রাকিবুল ইসলাম বিশ্বাস,আমাদের নতুন সময়ের মোস্তাক হোসেন,সমকালের মো রিপন,আমাদের সময়ের এ্যাড মশিউর রহমান শামীম,আলোকিত সকালের শাহাদৎ হোসেন সায়েম,নিউজ পোর্টাল বার্তা বাজারের মিলন মাহামুদ,ভোরের পাতার হাবিবুর রহমান,সাপ্তাহিক সময়ের সাথের সম্পাদক জয়নাল আবেদীন,সাপ্তাহিক সংবাদ জমিনের ইয়াকুব মোল্লা,জনশক্তির আমিনুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।