মধুপুরের বহুল আলোচিত হত্যা মামলার আসামি গ্রেফতার প্রশংসায় ভাসছেন পুলিশ

0
263
হত্যা মামলার আসামি

গত ২ এপ্রিল টাঙ্গাইলের জেলার কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর গ্রামে এক মহিলা (পুলিদা ) নামের এক মহিলাকে কয়েকজন দুর্বৃত্তরা নৃশংসকারী নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছিল। হত্যা শেষে ওই মহিলাকে ধান ক্ষেতের আইলে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। মৃত ব্যক্তির পরিবার এই ঘটনায় মধুপুর থানায় একটি হত্যা মামলা দেয়।
মামলার তদন্তভার কর্মকর্তা এস আই হুমায়ুন ফরিদ অক্লান্ত পরিশ্রমের ফলে হত্যা মামলার প্রধান আসামি ৪১ দিন পরগ্রেফতার করা হয়। এসব কিছুর পিছনে মূল পরিকল্পনাকারী ছিল মধুপুর থানার তদন্ত ওসি মোঃ তারিখ কালাম।
প্রধান আসামি (আরশেদ আলীকে) মির্জাপুর থানা মাজাইল গ্রাম থেকে (১৭ মে) তাকে গ্রেফতার করেন । আসামীকে গ্রেফতার করার সাথে সাথেই বিজ্ঞ আদালতে প্রেরণ করেন পুলিশের একটি দল।
বিজ্ঞ আদালতে আসামীর শিকারোক্তি করেন তার জবানবন্দির মাধ্যমে এই হত্যা মামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আদালত। হত্যার ৪১দিনে প্রধান আসামি গ্রেফতার করে ব্যাপক আলোরণ সৃষ্টি করেছেন বিচক্ষণ পুুলিশ অফিসার এস আই হুমায়ুন ফরিদ। ভুক্তভোগী পরিবার আসামিকে দ্রুত সময়ে গ্রেফতার করায় তাকে ধন্যবাদ জানান।

আঃ হামিদ: