
অসচ্ছল-প্রতিবন্ধী-এতিম মানুষ দের মাঝে নতুনধারার ‘ঈদ উপহার’ প্রদান কর্মসূচী শেষ হয়েছে। ৩ দিন ব্যাপী এই কর্মসূচীর শেষ দিন সকাল ১০ টা খিলগাঁও-মুগদা-মান্ডা এবং বিকেল ৪ টা পল্টন, সেগুনবাগিচা, হাইকোর্ট, শহীদ মিনার, শাহবাগ সহ বিভিন্ন এলাকায় অসচ্ছল-অনাথ শিশু কিশোরদের মাঝে ‘ঈদ উপহার’ প্রধান করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, হাসিবুল ইসলাম হাসিব প্রমুখ। এর আগে উদ্বোধনী দিন ১১ মে পল্টন-মতিঝিল-ফকিরাপুল ও যাত্রাবাড়ি এলাকায় ৩০০ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি প্রদান করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।
সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দ। দ্বিতীয় দিন ১২ মে দক্ষিণ বনশ্রী প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার সভাপতি ইভানা শাহীনের সভাপতিত্বে ও গুলশান প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি প্রকৌশলী শামসুন্নাহারের সভাপতিত্বে প্রতিবন্ধী পুরুষদের মাঝে লুঙ্গি প্রদান করেন নতুনধারার নেতৃবৃন্দ।