আল আমিন,নাটোর প্রতিনিধিঃ শারীরিক ভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। শনিবার (২০ আগস্ট) বিকেলে একটি অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সংসদ সদস্যের ছোট ভাই অহিদুল ইসলাম গোকুল জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে ভাইকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে অবস্থার অবনতি হলে রোববার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি উচ্চ রক্তচাপ ও গ্যাষ্টিক জনিত সমস্যায় ভুগছেন।সংসদ সদস্যের পরিবার তার আশুরোগ মুক্তির জন্য নাটোর বাসীর কাছে দোয়া কামনা করেছেন।