আজ বোদায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

0
150

মোঃ ফিরোজ হোসেন: শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম ( ৫ ম পর্যায়ে) ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের
আওতায়।
দিন ব্যাপি এক ওরিয়েন্টেশন কর্মশালা আজ বুধবার পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসনের সহযোগীতায় পঞ্চগড় জেলা তথ্য অফিস এই কর্মশালার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মো.সোলেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আকতারুজ্জামান, জেলা তথ্য অফিসার হায়দার আলী,
মেডিকেল অফিসার ডা.মকলেছুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু , ও মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রাণী বর্মন বক্তব্য রাখেন।

কর্মশালায় সরকারি কর্মকর্তা,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,
বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, চিকিৎসক,ইমাম, পুরোহীত,সাংবাদিক,এনজিও কর্মী,গন্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা অংশ নেয়।