আর্থিক সাহায্য চায় অসহায় এক প্রতিবন্ধী

0
153

আলমগীর হোসেন আসিফ (ফুলবাড়ী),কুড়িগ্রাম সংবাদদাতাঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ড নন্দিরকুটি গ্রামের মৃত পানিয়া মামুদের ২য় ছেলে মোঃ এন্তাজ আলী বয়স ৩০, জানাযায় তিনি জন্মগত ভাবে স্বাস্থ্য প্রতিবন্ধী। অনেক চিকিৎসার পরেও তার শরীরের কোন প্রকার উন্নতি দেখা যায়নি। দরিদ্র পরিবারের পক্ষে তার আর চিকিৎসা করার সাধ্য না থাকায় এমনি ভাবেই নেমে পরে জীবন যুদ্ধে,অসুস্থ থাকার পরও হাতে তুলে নেয় রিক্সা।

বাবা –মা মারা যাওয়ার পর বড়ভাই বিয়ে করে আলাদা হয়ে যায় ।এতে এন্তাজ আলী একা হয়ে পড়েন। পরে তার আত্নীয়রা এক গরীব পরিবারের মেয়ে দেখে বিয়ে দেন।কোন রকমে রিক্সা চালিয়ে জীবন বাঁচান। এখন তার পরিবারে দুটি সন্তান। কিছুদিন আগে রিক্সা দুর্ঘটনায় গুরতর অসুস্থ হয়ে পড়েন তার চিকিৎসার জন্য এলাকায় সাহায্য চাইলে সামান্য কিছু অর্থ পান, এতে তার চিকিৎসা ও চাউল ডাল কেনা হতো না। উপায় না দেখে তার একমাত্র সম্পদ রিক্সাটি বিক্রি করে দেয়। এখন করোনাকালীন সময়ে তার পক্ষে ফুটফুটে দুটি সন্তান ও তারা না খেয়ে ধুকে ধুকে মরতে হচ্ছে। যদি কোন দানশীল ও দয়াবান ব্যাক্তি এই অসহায় মানুষটির পাশে সাহায্যের হাত বারিয়ে দেয় তাহলে সন্তান ও তাদের জীবন বেঁচে যেতো।