ঈদের ২য় দিন পেট্টাপোল বন্দর দিয়ে আবারো আমদানি রফতানি শুরু

0
223
ঈদের ২য় দিন পেট্টাপোল বন্দর

মুসলিম জনগোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই উপলক্ষে টানা তিন দিনের ছুটি কার্যকর করেছিল সরকার। ঈদের ছুটি কাটিয়ে ফের বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশ আবারো আমদানি-রফতানি বানিজ্য শুরু হয়েছে।

রবিবার (১৭ মে) সকাল থেকে ভারতীয় পণ্য বোঝাই ট্রাক বেনাপোল পেট্টাপোল বন্দরের প্রবেশের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হয়।

বেনাপোল সিঅ্যান্ডএফ বিশিষ্ট ব্যবসায়ী লতিফ জানান, পবিত্র ঈদ উপলক্ষে টানা তিন আমদানি-রফতানি বন্ধ ছিল।আজ সকাল থেকে আবারও সামনে এসে বন্দর। এতে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে যা সত্যি আমাদের জন্য শোভনীয় বয়ে আনবে।

মো. রাসেল ইসলাম,শার্শা উপজেলা প্রতিনিধি