ঈদ উপলক্ষে বন্ধ চিড়িয়াখানার দিকে শত শত দর্শনার্থী, ফিরছেন হতাশা নিয়ে

0
246

করোনাভাইরাসের প্রকোপ রোধে দীর্ঘদিন বন্ধ আছে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। প্রতি বছর ঈদের দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীর ঢল নামে। কিন্তু করোনা সংক্রমণের কারণে এই ঈদেও বন্ধ চিড়িয়াখানা। তবে বিষয়টি জানা নাই দর্শনার্থীর। বন্ধ থাকা সত্ত্বেও মানুষ ভিড় করছেন গেট বন্ধ থাকার জন্য ফিরে যাচ্ছেন শত শত দর্শনার্থী মানুষ। এতে করে হতাশ হয়ে যাচ্ছেন দেখতে আসা মানুষগুলো।

দর্শনার্থীররা বলছেন, তারা জানতেন না চিড়িয়াখানা বন্ধ আছে। যদি জানাতেন চিড়িয়াখানা বন্ধ আছে তাহলে ঈদের দিনের মূল্যবান সময় নষ্ট হতো না। সেই সঙ্গে টাকা অপচয় হতো না। তাই বিষয়টি আরও ভালোভাবে সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সহকারে প্রচার করা প্রয়োজন ছিল।

চিড়িয়াখানার কর্মকর্তারা মিডিয়াকে জানান , এই করোনার কারণে সরকার চিড়িয়াখানা অনেকদিন আগে থেকে বন্ধ রেখেছে। বিষয়টি যারা জানেন না, তারাই হত আসছেন তাদেরকে আমাদের কর্তৃপক্ষ বিষয়টি বুঝিয়ে ফেরত দেয়া হচ্ছে।

আমাদের সংবাদ, শাওন আহমেদ