একটি দূর্ঘটনা সারাজীবনের কান্না- কবিঃ নাফিজ

0
248

একটি দূর্ঘটনা সারাজীবনের কান্না

কবিঃ নাফিজ

নওগাঁ টু রাজশাহী
যেনো মরণ ফাঁদ রাস্তাটি
বেগ গতিতে গাড়ি চালিয়ে
দুর্ঘটনায় হারায় জীবনটি।

ধীর গতিতে গাড়ি না চালিয়ে
চালায় আমরা বেগ গতিতে
গাড়ি কন্ট্রোল না করতে পেরে
আমরা হারায় জীবনটা দুর্ঘটনাতে ।

ধীর গতিতে গাড়ি চালালে
হবেনা আমাদের দূর্ঘটনা
রেষারেষি না করলে
আমাদের জীবনটা যাবেনা।

একটা দুর্ঘটনায়
সারাজীবনের কান্না
পরিবার তোমায় হারাবে
কে দিবে তাদের শান্তনা।

এসো আমরা সকলে
ধীর গতিতে গাড়ি চালায়
সড়ক দুর্ঘটনা থেকে
আমাদের জীবন বাঁচায়।