একদিকে করোনার প্রকোপ;অন্যদিকে রোগীর দেহে বাসা বাঁধছে ব্লাক ফাংগাস।

0
195

কুলসুম কবীর উর্মি:মিউকোরমাইসিস। যাকে ব্লাক ফাংগাস বলা হয়। করোনা চিকিৎসার পর রোগীর দেহে থাবা বসাচ্ছে এই ব্লাক ফাংগাস। ব্লাক ফাংগাসে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারাচ্ছেন অনেকেই, কারো সমস্যা হচ্ছে চোয়ালে।

এই ছত্রাক সংক্রমণ অতি দ্রুত মানুষের নাক, চোখ এবং কখনো মষ্তিষ্কের কোষকে আক্রমণ করে। ভারত এখন ব্লাক ফাংগাসের কবলে পড়ে ভীষণ আতংক। ইতিমধ্যে বেশ কতক মানুষের মৃত্যু হয়েছে ব্লাক ফাংগাসে।

চিকিৎসকরা বলছেন, ডায়াবেটিসে আ by byক্রান্ত ব্যক্তিরা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরই বেশি রয়েছে ব্লাক ফাংগাসের ঝুঁকি। চিকিৎসকবিদগণের মনে মিউকোরমাইসিস থেকে মৃত্যুর আশংকা ৫০%। তাদের ধারণা, স্টেরয়েডের ব্যবহার থেকে এ সংক্রমণ শুরু হচ্ছে।

কোভিড-১৯ আক্রান্তদের ফুসফুসের প্রদাহ কমাতে স্টেরয়েড ওষুধ দিতেই হচ্ছে। যার ফলে চলে আসছে ব্লাক ফাংগাস।

মহারাষ্ট্রে ব্লাক ফাংগাসে হাজার কয়েক রোগী মারা গেছেন। তবে এর আক্রান্তদের বিনা পয়সায় চিকিৎসা হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।