করোনা সংক্রমণ প্রতিরোধকল্পে বাংলাদেশ উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেঃ সমাজকল্যণ প্রতিমন্ত্রী

0
169

কমরুল হাসানঃ নেত্রকোণা জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শনিবার সকাল ১১ টায় জেলা সদর হাসপাতালে কার্যালয় ইপিআই ভবনে
সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।


সভাপতির ভাষণে মন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণপ্রতিরোধকল্পে প্রধানমন্ত্রীর সঠিক ও সময়োপযোগী দিকনির্দেশনা প্রদানের ফলেই বাংলাদেশ উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে। অনেক দেশ করোনা সংক্রমণ রোধে হিমশিম খাচ্ছে। এই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে বাংলাদেশ বিনামূল্যে সফলতার সঙ্গে গণটিকাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, হাবিবা রহমান খান শেফালী (এমপি), কামরুন্নেছা আশরাফ দীনা, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, নেত্রকোণা সিভিল সার্জন সেলিম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান
জুয়েল, জেলা সমাজ সেবা কর্মকর্তা আলাল উদ্দিন, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান, জেলা সদর হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তাবৃন্দ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্য গাজী মোজাম্মেল হোসেন টুকু
প্রমুখ।