কোটচাঁদপুরের আলোচিতো হত্যা মামলার প্রধান আসামি সোহাগ গ্রেফতার।

0
260

আব্দুল্লাহ বাশার, বিশেষ প্রতিনিধি। । কোটচাঁদপুরে পৌর টোল আদায় কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আরো একজন কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কলাবাগান এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামি গোহাগ (২৮) কে প্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ। বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসা ধনী রয়েছে । এর আগেও এই ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়। গত বৃহস্পতিবার সকালে পৌর এলাকার চৌগাছা স্টান্ডে কাঁচা বাজারে টোল আদায় কে কেন্দ্র করে জাতীয় পরিবহন শ্রমিক লীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষ হয়।এতে যুবলীগের দুই কর্মী জীবন (১৮) ও আক্তারুল ইসলাম (১৯) নিহত হয়। এ ঘটনায় গত শনিবার নিহত আক্তারুলের পিতা বাবু তালের বাদি হয়ে মডেল থানায় ৮ জনের নাম ও অজ্ঞাত বেশ কিছু উল্লেখ করে একটি হত্যা মামলার দায়ের করেন।একি দিন সংঘর্ষে আহত গোহাগের পিতা দাউদ হোসেন মন্ডল বাদি হয়ে থানায় পাল্টা আরেকটি ৯ জনের নাম ও বেশ কিছু অজ্ঞাত করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। কিন্তু দাউদ হোসেন মন্ডলের দাবি আমার কাছ থেকে কোনো আসামির নাম নেয়নি পুলিশ। পুলিশ বলছে কারা ছিলো আমরা জানি আপনি শুধু সই করেন। আমি পড়াশোনা জানিনা ওখানে কার কার নাম আছে বলতে পারবো না। আমি টিপ সই দিয়েছি।

এ বিষয় জানতে চেয়ে মডেল থানার অফিসার ইনর্চাজ মইন উদ্দিন এর সাথে কথা হলে তিনি জানান, ওরা বাঁচতে অনেক কিছুই বলছে ও বলবেনে তারা। (দাউদ) তার স্ত্রী ও ছেলের কাছ থেকে শুনে নামের তালিকা করে নিয়েছেন। সেই নামগুলো আমাদের কাছে দেওয়া পারে মামলা হয়েছে। সেই সময় সোহাগের স্ত্রী সাথে ছিলো। মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) জগন্নাথ চন্দ্রের সাথে এ বিষয় জানতে চেয়ে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন এই মুহূর্তে কথা বলা যাবে না আমি সাহেবের সঙ্গে আছি বলে লাইন টা কেটে দেন।