আব্দুল্লাহ বাশার,, বিশেষ প্রতিনিধি।। করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে ১ তাং হতে ১৪ জুলাই পর্যন্ত কোটচাঁদপুর উপজেলায় লকডাউন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে সরকারের গৃহীত সিদ্ধান্ত এবং স্বাস্থ্যবিধি না মানার অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে ৮ টি মামলায় ৬৮০০ টাকা অর্থদন্ড জরিমানা আদায় করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার জনাব আসাদুজ্জামান রিপন। এ সময় খাবার হোটেলে অভিযান চালিয়ে রান্না করা খাবার এতিম খানায় এতিম অসহায় বাচ্চাদের মাঝে বিতরণ করা হয় বলে জানাযায় সরকারী নির্দেশনা এবং স্বাস্থ্য বিধি মেনে চলুন।নিজে বাঁচুন অন্যকে বাঁচান।
জনস্বার্থে এবং জনসচেতনায় অভিযান অব্যাহত থাকবে বলে তিন জানান, অভিযান পরিচালনা সময় কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।