খোন্দকার আব্দুল্লাহ বাশার,বিশেষ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ২নং দোড়া ইউনিয়ন চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ -৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল।
শুক্রবার (২৪সেপ্টেম্বর) বিকালে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, উপজেলা আঃলীগের সিনিঃ সহ-সভাপতি লুৎফর রহমান সহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ২নং দোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাবিল উদ্দিন বিশ্বাস।