ঝিনাইদহ জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আল ইমরানের নামে মিথ্যা,বানোয়াট ও সাজানো মামলার প্রতিবাদে কোটচাঁদপুর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে সরকারি কে এম এইচ ডিগ্রি কলেজ চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পৌর মেইন বাজারের চার রাস্তা মোড়ে শেষ হয়ে সরকারি কেএমএইচ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ওবাইদুল হক এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগ নেতা রাহুল আহমেদ, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক গণবিষয়ক সম্পাদক রাব্বি হাসান প্রমুখ।
এসময় পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রদিব কুমার হালদার, কলেজ ছাত্রলীগ নেতা নয়ন আহমেদ,মানিক মিয়া সহ ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।