কোটচাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা ও রেণু বিতরণ

0
325

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃমোঃ রোকনুজ্জামান: `সঠিক পুষ্টিতেই সুস্থ জীবন’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঝিনাইদের কোটচঁদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২২ উপলক্ষে দরিদ্র মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা ও রেণু বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় মৎস্য হ্যাচারী কমপ্লেক্সে মৎস্য অধিদপ্তরের আয়োজন মাছের পোনা ও রেণু বিতরণ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, এসময় উপস্থিত ছিলেন মৎস্য হ্যাচারী ম্যানেজার আশরাফ-উল ইসলাম।


উপজেলার এলাঙ্গি গ্রামের শহিদুজ্জামন সাগর, পৌর এলাকার নওদাগা গ্রামের হাফিজুর রহমান, দোড়া ইউনিয়নে পাঁচলিয়া গ্রামের নজরুল ইসলাম ও বিপ্লব হোসেন জসিম সহ প্রত্যেককের মাঝে ৭৫০গ্রাম করে বিভিন্ন প্রজাতির মাছের রেনু বিতরণ করা হয়।


এসময় মৎস্য কর্মকর্তা বলেন, দেশের স্বার্থে এ ধারা অব্যাহত রাখতে হবে। মাছের উৎপাদন বৃদ্ধি করে দেশের জনগোষ্ঠীর শুধু পুষ্টি চাহিদা পূরণ নয়, ব্যাপক কর্মসংস্থান, বিদেশে মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন আমাদের অন্যতম লক্ষ্য।