ভ্রাম্যমাণ প্রতিনিধি:মো: রোকনুজ্জামান (ঝিনাইদহ) কোটচাঁদপুর থেকে:
ঝিনাইদহের কোটচাঁদপুরে সেচ্ছাসেবী সংগঠন এলাঙ্গী রক্তদান ক্লাবের -এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান পালিত হয়েছে।
মঙ্গলবার ১৯ই (নভেম্বর) এলাঙ্গী হায়স্কুল মাঠে নাহিদ হাসান বাঁধনের পরিচালনয় আলোচনা সভায় এলাঙ্গী রক্তদান ক্লাবের উপদেষ্টা মতিয়ার রহমান গাজীর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর পৌর মেয়র শহিদুজ্জামান সেলিম।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শারমিন আক্তার সাথী প্যানেল মেয়র ৩,ইউপি সদস্য আমিনুর রহমান, আব্দুল ওহাব বিশ্বাস প্রভাষক পৌর মহিলা ড্রিগী কলেজ, আল আব্বাস আরাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, আজিমুল হক বিশ্বাস উপদেষ্টা এলাঙ্গী রক্তদান ক্লাব, আজিজুর রহমান খাঁন উপদেষ্টা এলাঙ্গী রক্তদান ক্লাব,কুরবান আলী শেখ উপদেষ্টা এলাঙ্গী রক্তদান ক্লাব।
এ ছাড়াও কোটচাঁদপুর ব্লাডব্যাংক,যশোর ব্লাডব্যাংক,গান্না ইউনিয়ন সেবা সংঘ,কালিগঞ্জ ব্লাডব্যাংক ও অনির্বাণ ব্লাডব্যাংকের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় মিডিয়া পাটনার হিসেবে ছিলেন,ঝিনাইদহ অনলাইড টিভির কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি মো রোকনুজ্জামান ও ঝিনেদা টিভির উপজেলা প্রতিনিধি আকিমুল ইসলাম সাজু।
অনুষ্টানের শেষে ব্লাড ডোনেশন সদস্যদের পুরস্কার বিতরণে সম্মানা স্মারক প্রদান করা হয় ।