
ভ্রাম্যমান প্রতিনিধি:
মো: রোকনুজ্জামান (ঝিনাইদহ) কোটচাঁদপুর থেকে- ঝিনাইদহের কোটচাঁদপুর ৩নং কুশনা ইউনিয়নে জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাসের সহায়তায় কুশনা ইউনিয়ন পরিষদের সদস্য বি এম নাসিরের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ১২- মে বুধবার উপজেলার কুশনা ইউনিয়ন পরিষদে ১৭ গ্রামে করোনা ভাইরাস পরিস্হিতিতে ও দরিদ্র অসহায় সাধারণ মানুষের মাঝে মাক্স বিতরণের মধ্য দিয়ে চাউল-৫কেজি,ডাউল-১কেজি,আলু-২ কেজি,চিনি-৫০০ গ্রাম,লবণ-৫০০ গ্রাম,ও সেমাই-১ প্যাকেট মোট (১৫০) পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ,সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা।