কোটচাঁদপুর মডেল থানার চৌকস পুলিশ অফিসার এসআই তৌফিক আনাম

0
167

আব্দুল্লাহ বাশার,, বিশেষ প্রতিনিধি।। ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানার সেরা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন এসআই তৌফিক আনাম।

এই কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ রবিবার এসআই তৌফিক আনামকে অর্থ প্রদান করেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম ও মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন।

বিশেষ করে চলতি জুন মাসে ওয়ারেন্ট, ভিকটিম উদ্ধার, মোবাইল, বিকাশের টাকা উদ্ধারসহ কিছু গুরুত্বপূর্ণ কাজ করার কারণে তাকে সেরা অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।

উল্লেখ্য-কোটচাঁদপুর মডেল থানায় এসআই তৌফিক আনাম যোগদান করার পর থেকে ছিনতাইকারী, সন্ত্রাসী,মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন ধরণের অপরাধীদের আটক, অস্ত্র, মাদক উদ্ধারসহ অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় এসআই তৌফিক আনামকে পুরস্কৃত করা হয়।