গাইবান্ধায় আন্তর্জাতিক প্রতিবন্ধী ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত।

0
74

মোঃ আঃ জলিল মন্ডল (গাইবান্ধা)প্রতিনিধি: আন্তর্জাতিক প্রতিবন্ধী ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে শনিবার গাইবান্ধা জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে র্্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উন্নয়নের জন্য পরিবর্তন মূখি পদক্ষেপ প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্বমানের উদ্ভাবনের ভূমিকা শীর্ষক প্রতিপাদ্য এবারের বিষয়।

এ উপলক্ষে জেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতির্থি ছিলেন,ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ রবিউল হাসান,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক,মোঃ ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আকবার মিয়া,বীর মুক্তিযোদ্ধা ময়নুল হক রাজা, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবেদুর রহমান স্বপন,প্রতিবন্ধী বিষয়ক অফিসার মোঃ আকতার হোসাইন,সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা:আফরোজা জাহান,পুলিশ সুপারের প্রতিনিধি ডিআইও ল্হুমাযন কবির সহ আরো অনেকেই।এর আগে শহরের প্রধান প্রধান সড়কে একটি র্্যালি প্রদক্ষিণ করা হয়।মোঃআঃ জলিল মন্ডল, গাইবান্ধা প্রতিনিধি।