মোঃআঃ জলিল মন্ডল(গাইবান্ধা) প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সাঁওতালরা আদিবাসী – বাঙালী সংহতি পরিষদ সাহেবগঞ্জ বাগদাফাঁম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, সামাজিক সংগ্রাম পরিষদ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার ১১ টায় গাইবান্ধা জেলা শহরের নাট্য সংস্হার সম্মখে প্রতিবাদি সমাবেশ ও মিছিল কর্মসুচি ও আন্তজাতিক আদিবাসী দিবস পালন করা হয়। আদিবাসী নারীদের অবদান চীর স্বীকৃত” এই প্রতিবাদ্য নিয়ে বিপুল সংখ্যক সাঁওতাল নারী ও পুরুষের অংশ গ্রহনে এ কর্মসুচি পালিত হয়।সাহেবগঞ্জ বাগদাফাঁম – ভুমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংহতি পরিষদের আহবায়ক এ্যাডঃ সিরাজুল ইসলাম (বাবু) আদিবাসী নেত্রী প্রিমিলা মরমু,সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু, ওয়ার্কাস পাটি (মার্কসবাদী) নেতা মৃনাল কান্তি বর্মন সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
Home সর্বশেষ খবর গাইবান্ধায় সাঁওতালদের প্রতিবাদী সমাবেশ ও নৃত্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন