গাজীপুর শ্রীপুরে ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পথসভা।

0
327



শ্রীপুর প্রতিনিধিঃ পঞ্চম ধাপে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার ৫ নং কাওরাইদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান মন্ডলের বুধবার (২২) ডিসেম্বর গলদাপাড়া নিয়ামত আলী উচ্চ বিদ্যালয় মাঠে পথ সভা অনুষ্ঠিত হয়।

কাওরাইদ ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি লাল মিয়া ফকিরের সভাপতিত্বে রমজানের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও স্থানীয় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ কামরুল হাসান মন্ডল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শরিফ খাঁ, সাবেক ইউপি সদস্য হাফিজ উদ্দিন সরকার, বলদীঘাট জিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, যোগীর সীট কেন্দ্রের আহবায়ক আব্দুল হাই মাষ্টার, যুবলীগ নেতা শাহাবুদ্দিন, যুবলীগ নেতা আরিফুর ইসলাম মন্ডল, বিএইচডি একাডেমির পরিচালক আঃ বাতেন, কাওরাইদ ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সদস্য হারুন অর রশিদ, কাওরাইদ ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সোহাগ খান, ছাত্রলীগ নেতা রাকিব হাসান, যুবলীগ নেতা জহিরুল ইসলাম জহির, বিশিষ্ট ব্যবসায়ী সোহাগ, গিয়াস উদ্দিন প্রধান, হাফিজ উদ্দিন হাফি, শফিকুল ইসলাম, রাশেদ মন্ডল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় জনসাধারণ।

কামরুল হাসান মন্ডল বক্তব্যে বলেন, কাওরাইদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আপনাদের ছেলে কোনো দলের না হয়ে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদপার্থী হয়েছি। আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। আমাকে সব সময় আপনাদের সুখে-দুঃখে পাশে পাবেন। আপনারা আমাকে আপনাদের এলাকার ছেলে হিসেবে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

পথসভা শেষে চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান মন্ডল ও সর্ব সাধারণের দীর্ঘায়ু কামনা করেন।