ফয়সাল হাওলাদার// স্টাফ রিপোর্টারঃজাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২২ উপলক্ষে অদ্য ০১/০৪/২২ খ্রি. বিকাল ৫:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদী সংলগ্ন দেবুয়া গ্রামে হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নে জামাল বেপারীর বসতবাড়ি ও দেবুয়া বাজারে তার দোকানে অভিযান চালিয়ে মোট ১৭ বস্তা, আনুমানিক ৫০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। এসময় জামাল বেপারী ও তার ছেলে ইয়াসিন বেপারীকে অবৈধ কারেন্ট জাল ব্যবসার সাথে জড়িত থাকায় আটক করা হয়। পরে ধৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা পরিষদ মাঠে স্থানীয় মিডিয়াকর্মীসহ জনগনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্টের মাধ্যমে আটক জামাল বেপারীকে ৫০,০০০/- টাকা ও তার ছেলে- ইয়াসিন বেপারীকে ২০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন।
অভিযান বাস্তবায়নে -ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসারে এম,এম পারভেজ ও হিজলা নৌপুলিশসহ সংগীয় ফোর্স।