সারওয়ার মাহমুদ, চবি ।। ভর্তি পরীক্ষা আসলে খবরের কাগজে দেখা যায় বিভিন্ন ক্যাম্পাসে নানা ধরনের বাণিজ্য,শোনা যায় Rag নামক এক নির্যাতনের কথা কিন্তু মানবতা আর সেবার এক অনন্য নজির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।ভর্তিযুদ্ধে আসা লক্ষাধিক ভর্তিচ্ছুদের জন্য চবিয়ানরা নিজেকে উজার করে দেয় বরাবরই। তবে সবকিছু ছাপিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তিযোদ্ধাদের কাছে মানবতা আর সেবার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে চবির নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতি।সম্প্রতি গত ১৬ ই আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়ে গেলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা। সর্বমোট ছয়টি ইউনিটে(এ,বি,সি,ডি,বি-১,ও ডি-১) বিভিন্ন সিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পরীক্ষার্থীদের বিভিন্ন ভাবে সেবা প্রদান করে বরাবরের মতো চবিতে আলোড়ন সৃষ্টি করতে ‘রত্নভূমি’ খ্যাত চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জেলা ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতি।রত্নভূমি নরসিংদীর প্রায় শতাধিক সেচ্ছাসেবক শিক্ষার্থী নিজ জেলা নরসিংদীর পাশাপাশি অনান্য জেলা থেকে আগাত পরীক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম করে সেবা দিয়ে গেছে। ২১০০ একরের সুবিশাল ক্যাম্পাসে দিকনির্দেশনা, আবাসন ব্যবস্থা করা, মেয়েদের জন্য হল এবং ক্যাম্পাসে পৃথক থাকা-খাওয়ার ব্যবস্থা করা,ক্লিন ক্যাম্পাস কর্মসূচি গ্রহন, পরীক্ষার্থী এবং সেচ্ছাসেবকদের মাঝে মাস্ক বিতরন সহ আরো একাধিক কল্যাণ মূলক কাজের মাধ্যমে চবি ক্যাম্পাসে আলো ছড়িয়েছে তারা।ভর্তি পরীক্ষায় সংগঠনটির কার্যক্রম নিয়ে নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদা ইসলাম বলেন- নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতি থেকে আমরা ভর্তিচ্ছু ছেলে-মেয়ে সবার জন্য আলাদা আবাসন ব্যবস্থা করেছি,মেয়েদের জন্য আলাদা ফ্ল্যাটের ব্যবস্থা করেছি পাশাপাশি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা সেচ্ছাসেবক রেখেছি দিকনির্দেশনা দেওয়ার জন্য।
জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২২
সেচ্ছাসেবক হিসেবে কাজ করে অনুভুতি প্রকাশ করতে গিয়ে ২০-২১ সেশনের আইন বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম জানান- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধে নরসিংদী এসোসিয়েশন ছিলো সবচেয়ে সরব ও প্রানবন্ত। আমাদের সিনিয়র ভাই ও আপুরা আমাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছিলেন কিভাবে কোথায় কোথায় অবস্থান করলে পরিক্ষার্থীদের সর্বোচ্চ সাহায্য করা যাবে। তাই আমরা জিরো পয়েন্টে একটা টিম, শহীদ মিনারে ,চাকসু ভবনের কাছে ও ২ নং গেটে আইন অনুষদে একটা টিম সর্বদা উপস্থিত থেকেছি। ভর্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতায় আমরা নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতি ছিলাম সদা জাগ্রত। সারাদিন খাটাখাটুনি করে যখন মানুষের মুখে শুনতাম আপনাদের হলুদ টি-শার্ট গায়ে দেওয়া ভাই আপুদের সব জায়গায় বিচরন দেখা যায় তখন সত্যিই ধন্য মনে হতো। আর হ্যা আমাদের নরসিংদী এসোসিয়েশনের টি-শার্টের রং ছিলো হলুদ যাতে করে ভর্তিযোদ্ধাদের আকর্ষন হয় এবং বুঝতে পারে ওদের কাছে গেলে সঠিক ইনফরমেশন পাবো। সার্বিক দিক বিবেচনায় বলবো ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষায় ভর্তিযোদ্ধাদের সাহায্য করতে পেরে আমরা সফল হয়েছি।সংগঠনের কার্যক্রমে সন্তুষ্ঠ হয়ে সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম আমাদের সংবাদ কে বলেন-নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতি একটি অরাজনৈতিক সংগঠন। ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীর ভর্তি সংক্রান্ত যে কোন তথ্য দিয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ছাত্র-ছাত্রীদের সাহায্য করেছি। নরসিংদী জেলা থেকে আগত ছাত্র -ছাত্রীদের আবাসন ব্যবস্থা করেছি। ক্যাম্পাসে ক্লিন ক্যাম্পাস নামে একটি প্রোগ্রামের আয়োজন করেছি কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাই আমাদের মনকে ভালো রাখে। আমাদের সংগঠনের প্রতিটি ভাই -বোন ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের যে কোনো প্রয়োজনে পাশে ছিল।ভবিষ্যতেও তাদের ছাত্র বান্ধব কার্যক্রম অব্যহত রাখার আশ্বাস নিয়ে নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি হোসাইন আল মামুন বলেন: নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও ভর্তি পরীক্ষা ২০২১-২২ সেশনে নরসিংদী জেলা সহ অন্যান্য সকল জেলা থেকে আগত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা সহ ক্যাম্পাসের শৃঙ্খলা ও পরষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। আশা করছি সব সময়ের ন্যায় নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতি, চবি এর কার্যক্রম এর ধারা অব্যাহত থাকবে।প্রতিষ্ঠা লগ্ন থেকেই জেলা এসোসিয়েশন হিসেবে নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির কার্যক্রম ছিল চোখে পড়ার মত। ইতিপূর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কতৃর্ক সেরা এসোসিয়েশন তকমা পেয়েছে রত্নভূমি নরসিংদীর এই অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠনটি।ছাত্র বান্ধব কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সর্বত্র ভূয়সী প্রশংসায় ভাসছে তারা।