চুয়াডাঙ্গা হতে ওয়ারেন্টভুক্ত ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

0
243

র‌্যাব-৬, তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, মানব পাচারকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করেছে।



গত ২৬ জানুয়ারি ২০২১ তারিখ ২১:২০ ঘটিকার সময় র‌্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, মেহেরপুর জেলার সদর থানার জিআর মামলা নং-৩৬৪/১৮ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী চুয়াডাঙ্গা জেলার সদর থানার ভালাইপুর বাজার এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী-মোঃ আনোয়ার হোসেন আনু(৫০), পিতা-মৃতঃ মোসলেম আলী, সাং-খাচারিপাড়া, থানা-সদর, জেলা- মেহেরপুরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে মেহেরপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।