
পটুয়াখালী সদর উপজেলাধীন ছোটবিঘাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছোটবিঘাই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আলতাফ হোসেন হাওলাদার এর বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ক্ষতিগ্রস্তের পরিবার এবং সদর উপজেলাধীন সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনঃ
পটুয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারন সম্পাদক এ্যাড.গোলাম সরোয়ার, উপজেলা ভাইস-চেয়ারম্যান এ্যাড. সৈয়দ মোঃ সোহেল, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সোহানা হোসেন মিকি, পটুয়াখালী সদর উপজেলার বড়-বিঘাই ইউনিয়ন চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মজনু মোল্লা,
লোহালিয়া ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসেন তালুকদার,
কালিকাপুর ইউনিয়ন চেয়ারম্যান তানভীর আহমেদ,
আউলিয়াপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির মৃধা,
মাদারবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান মুশফিকুর রহমান মিলন মাঝি,
ভূরিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রুবেল আহমেদ,
কমলাপুর ইউনিয়ন চেয়ারম্যান মনির রহমান মৃধা,
ইটবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হক জোমাদ্দার
লাউকাঠী ইউনিয়ন চেয়ারম্যান : শহিদুল ইসলাম খোকন,
বদরপুর ইউনিয়ন চেয়ারম্যান নাসির উদ্দিন খান,
জৈনকাঠী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ফিরোজ আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় বক্তারা ছোটবিঘাই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ মিথ্যা,বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন এবং তা প্রত্যাহারের আহবান জানান।
উল্লেখ্য, ছোটবিঘাই ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুঃ মাহ্ফুজুর রহমান চেয়ারম্যানকে প্রধান আসামী করে একটি মামলা করেন। যার মামলা নং-১৯/, যাহা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ধারা ২৫/১ অনুসারে দায়ের করা হয়।
উক্ত মামলার প্রেক্ষিতেই ছোটবিঘাই ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারকে গত ১৬ ই মে রোববার দুপুর ১:৪৫ মিনিটে বাসাক বাজার এলাকা থেকে আটক করে পটুয়াখালী সদর থানা পুলিশ।
এস.এম নুরনবী,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ