ঝিনাইদহের কালীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

0
163

আব্দুল্লাহ বাশার-(বিশেষ প্রতিনিধি) : মাদক বিরোধী বিশেষ অভিযানে কালীগঞ্জ হতে ১২৫- একশত পঁচিশ) পিচ ইয়াবাসহ দুই জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে জেলার পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামের দিক-নির্দেশনায় ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে এস আই আবুজার গিফফারী সহ ডিবি পুলিশের একটি চৌকস দল কালীগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালায়।
এসময় মাদকদ্রব্য বিক্রয়ের কথা জানতে পেরে কালীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে উপজেলার ১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়নের ঘোপপাড়া গ্রামের সামছুদ্দিন বিশ্বাসের ছেলে সাবেক ইউপি সদস্য মোঃ টিপু সুলতান (৪০) এবং একই ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে বর্তমান ইউপি সদস্য মোঃ রাশেদুল ইসলাম (৩৮) কে একশত পঁচিশ পিচ ইয়াবাসহ আটক করেন।