ঝিনাইদহে ইয়াবা ও নগদ টাকা সহ মাদক ব্যবসায়ী আটক।

0
168

আব্দুল্লাহ বাশার,, বিশেষ প্রতিনিধি।। ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি মোঃ আনোয়ার হোসেন জানান পুলিশ সুপার জনাব মোঃ মুনতাসিরুল ইসলাম এর দিকনির্দেশনা সোমবার গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ঝিনাইদহ পৌরসভাধীন হামদহ সোনালী পাড়া থেকে অাসামি ১।দিপ্ত কুমার বিশ্বাস,পিতা-দয়াল চন্দ্র বিশ্বাস, সাং-চাপড়ি ২। রাহাত লিমন,পিতা- শওকত অালী বিশ্বাস, সাং- অাদর্শপাড়া বকুলতলা, উভয় থানা ও জেলা-ঝিনাইদহকে ৫৭ (সাতান্ন) পিচ ইয়াবা ও মাদক বিক্রয়ের ৮৯,৪৭০ (উননব্বই হাজার চারশত সত্তর) টাকা সহ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানাযায়।