আব্দুল্লাহ বাশার,, বিশেষ প্রতিনিধি।। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কোটপাড়ার আব্দুল গনি মিয়ার ছেলে আব্দুল আজিজ মিয়া (৫৫)। করোনায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি শৈলকুপা ১৮ নং সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
ঝিনাইদহ পৌর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল আলি (৭)। ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সদর উপজেলারকুলফাডাঙ্গা গ্রামের রুহুল আমিন মন্ডলের ছেলে আবুল হাশেম (৫৬)। করোনা আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা গেছেন।
লৈশকুপা উপজেলার শেরপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে মোফাজ্জেল হোসেন (৫৫)। তিনি বাড়িতে করোনা আক্রান্ত হয়ে ঢাকা নেওয়ার পথে মারা গেছেন।
ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মজিবর রহমানের নির্দেশনায় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ আব্দুল হামিদ খান তাদের দাফন কাফনের ব্যবস্থা করেন।
করোর্নায় মৃত ব্যক্তিদের স্ব-স্ব উপজেলার উপজেলা দাফন কমিটির সদস্য ও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকের মাধ্যমে উক্ত ৪ জনের মরদেহের দাফন কাজ সম্পন্ন করা হয়।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন গঠিত দাফন কমিটির মাধ্যমে এ পর্যন্ত ১২৫ জন করোনা আক্রান্তও করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করলো।