খোন্দকার আব্দুল্লাহ বাশার(বিশেষ প্রতিনিধি) : ঝিনাইদহে অস্ত্র ও গুলি সহ শুভ নামে এক চাঁদাবাজ গ্রেফতার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি মোঃ আনোয়ার হোসেন জানান পুলিশ সুপার মোঃ মুনতাসিরুল ইসলাম এর দিকনির্দেশনা ডিবি পুলিশের একটি আভিযানিক দল ১৮ জানুয়ারি মঙ্গলবার রাত্র ৯.৩০ মিনিটের সময় ভেটেরিনারী কলেজের সামনে চেকপোস্টে ডিউটি করাকালে ডিবি পুলিশ দেখে পালানোর চেষ্টাকালে সদর থানাধীন হলিধানী গ্রামস্থ প্রতাপপুর গামী কাচা রাস্তার উপর হইতে সন্ত্রাসী চাঁদাবাজ রফিকুল ইসলাম শুভ ওরফে বান্টা (২১) ,পিতা- মোঃ আরিফুল ইসলাম, সাং- পার্বতীপুর,থানা- হরিনাকুন্ডু,জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে তার দেহ তল্লাশি করে কোমরে গোজা অবস্থায় একটি ওয়ান শুটার গান এক রাউন্ড গুলি লোড অবস্থায় আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় বিভিন্ন অপরাধমূলক কাজ করার জন্য তার হেফাজতে আগ্নেয়াস্ত্র ও গুলি রাখে।
অস্ত্র ও গুলি হেফাজতে রাখার অপরাধে রাকিবুল ইসলাম শুভ (২১) এর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।