স্টাফ রিপোর্টার আব্দুল করিম: আগামী ‘জেলা পরিষদ নির্বাচন -২০২২’- এ পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে আছে কোটচাঁদপুরের ইতিহাসে ছাত্ররাজনীতিতে সব থেকে জনপ্রিয় ব্যক্তিত্ব, সৎ সাহস,সৎ চিন্তা ধারার মানুষ, নতুন প্রজন্মের আইডল শেখ শাহিন। তিনি কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক জনপ্রিয় সফল সভাপতি, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এখন তিনি জেলা পরিষদ ‘ এর সদস্য পদপ্রার্থী হতে চান।
তিনি মিডয়াকর্মীদের জানান, দল যদি চাই তাহলে আমি নির্বাচন করবো। কারণ যারা পদ প্রার্থী হচ্ছে, তার থেকে আল্লাহ রহমতে আমার জনপ্রিয়তা কম নেই। রাজনীতি করতে এসে জেল জুলুম,হামলা মামলা, রাজপথে সংগ্রাম সব সময় তৃণমূল কে নিয়ে থেকেছে। দল যদি চাই তাহলে নির্বাচন করবো না হলে নয়। দলের সিন্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমার কাছে। নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে পরিচিত লাভ করছি অনেক আগেই। তাই তরুণরা পারে সব সময় কাজ করতে, আমি ছাত্রলীগের দায়িত্ব পালন করেছি বঙ্গবন্ধু আর্দশ নিয়ে এবং ঢাকা কলেজ থেকে অর্নাস শেষ করেছি । তাই সবাই আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।আমরা নতুন প্রজন্ম।