দামুড়হুদা উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

0
284

হুমায়ন আহমেদঃ
কৃষক বাঁচাও -দেশ বাঁচাও’ উক্ত প্রতিপাদ্যকে ধারণ করে বাংলাদেশ কৃষক লীগ দামুড়হুদা উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯মে) বিকাল ৪ টায় বাংলাদেশ কৃষক লীগ দামুড়হুদা উপজেলা শাখার আয়োজনে দামুড়হুদা উপজেলা অডিটরিয়াম হলরুমে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষক লীগ দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান উদ্বোধক হিসাবে উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.শরীফ আশরাফ আলী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু, সাধারণ সম্পাদক হাজি শহিদুল ইসলাম, বাংলাদেশ কৃষক লীগের বে সরকারি বিষয়ক সম্পাদক মিরুল ইসলাম, ঢাকা মহানগর কৃষক লীগের সহ -সভাপতি ইব্রাহীম মোল্লা,দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনসুর বাবু,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল আলম ঝন্টু।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির,বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি তৌহিদুর রহমান চন্দন,জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাজু,চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক আঃ মতিন দুদু।

প্রধান অতিথি বলেন, ‘কৃষক বাঁচাও-দেশ বাঁচাও’ এই মূলমন্ত্রে সারা দেশে কৃষকসমাজকে সংগঠিত করে কৃষক-জনতার সার্বিক উন্নয়ন সাধন করাই কৃষক লীগের মূল নীতি হলেও তা থেকে অনেক দুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই সংগঠনটি।দেশে কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগের সময়েই কৃষকরা সবচেয়ে বেশি সুবিধা ও সহায়তা পাচ্ছে। ক্ষমতাসীন দলের সংগঠন হিসেবে কৃষির উন্নয়নে কিংবা কৃষকদের পাশে কতোটা দাঁড়াতে পেরেছে কৃষক লীগ? তা নিয়ে প্রশ্ন রয়েছে খোদ সংগঠনের মধ্যেই।

উক্ত বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউছুফ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী,উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু সহ আওয়ামী লীগ,কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
অনুষ্ঠান শেষে দর্শনা পৌর কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। মনির সদ্দার কে আহবায়ক ও একরামুল হাসান নিপুন কে যুগ্ম আহবায়ক ঘোষনা করা হয়।