দিনাজপুর জেলার বিরল উপজেলায় ৫০০টি পরিবারের মাঝে  শীতবস্ত্র বিতরণ

0
350

মোঃ মোমিনুল ইসলাম দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর বিরলে কনকনে এই শীতের মাঝে হতদরীদ্র শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আজকে উপজেলার আজিমপুর ইউনিয়নের সিঙ্গুল হামিদ- হামিদা উচ্চ বিদ্যালয় এর মাঠে রবিবার অসহায় ও হতদরিদ্র  ৫০০ টি  পরিবারের মাঝে শীতবস্ত্র এর উপকরণ হিসেবে কম্বল ও শাল চাদর বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক দাতা সংস্থা লাইফ- ফ্রান্স এর অর্থায়নে এবং বেসরকারি সংস্থা মমতা পল্লী উন্নয়ন সংস্থা এর সহযোগিতায় সোস্যাল এইড-কক্সবাজার এর আয়োজন করে। আন্তর্জাতিক দাতা সংস্থা লাইফ, ফ্রান্স এবং বেসরকারি সংস্থা সোশ্যাল এইড এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার জন্য অনুষ্ঠানে মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালককে অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সোসাল এইড এর নির্বাহী প্রধান ইঞ্জিনিয়ার মোঃ বাবুল আক্তার (রিজভী), সোশ্যাল এইড এর  প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট  ইসহাক এম সোহেল, রানীর নির্বাহী পরিচালক ফজলুল হক খান, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, ১ নং আজিমপুর ইউনিয়ন পরিষদ এর সংরক্ষিত ওয়ার্ড (৭,৮,৯) সদস্য মাহফুজা বেগম, মমতা পল্লী উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর মিসেস আফজালুন খানম, স্থানীয় মোঃ আতিউর রহমান প্রমুখ আরো অনেকে উপস্থিত ছিলেন বিরল উপজেলা হতে দিনাজপুর প্রতিনিধির সর্বপ্রথম সংবাদ।