দিনাজপুর জেলা চিরিরবন্দরে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের ৩য় প্রকল্পের আওতায়

0
194

মোঃ মোমিনুল ইসলাম দিনাজপুর সদর প্রতিনিধি :
দিনাজপুর জেলা চিরিরবন্দরে উপজেলা পর্যায়ের প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষন কেন্দ্রের ৩য় প্রকল্পের আওতায় ৯১ লক্ষ টাকা প্রকল্পিত মূল্যে নবর্নিমিত উপজেলা কৃষি অফিসের দোতলা ভবনের উদ্ভোধন করা হয়েছে।
মোনাজাত ও দোয়ার মধ্য দিয়ে ফিতা কেটে নতুন কৃষি ভবনের শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি মাননীয় অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান,উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ জোহরা সুলতানা,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু,উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বাবু সুণীল কুমার শাহ্, সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,কৃষি সম্পাসারন কর্মকর্তা মোঃ মনিরুজ্জাফমান, থানা অফিসার্স ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকারসহ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমূখ চিরিরবন্দর উপজেলা হতে দিনাজপুর সদর প্রতিনিধির সর্বপ্রথম সংবাদ।