দিনাজপুর জেলা বিরল উপজেলার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর অংশগ্রহণ

0
157

মোঃ মোমিনুল ইসলাম দিনাজপুর সদর প্রতিনিধি :দিনাজপুর জেলার বিরল উপজেলা পরিষদের হলরুমে আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি নৌপরিহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দিনাজপুর বিরল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াজেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবুু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, দিনাজপুর এ এসপি (সদর সার্কেল) সুজন সরকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা এবং বিরল উপজেলার থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম প্রমুখও উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে উপজেলার ৯৪টি পুজা মন্ডপের প্রতিটি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সরকারি অনুদানের অর্থ ও শুভেচ্ছা উপহার তুলে দেন প্রধান অতিথি। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবল চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি উপজেলার ধর্মপুর ইউনিয়নে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করেন বিরল উপজেলা হতে দিনাজপুর সদর প্রতিনিধির সর্বপ্রথম সংবাদ।