দিনাজপুর বীরগঞ্জে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি

0
212

মৃনাল কান্তি রায় (শ্রীমন): বীরগঞ্জ, দিনাজপুর ।।- মহামারি করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক বীরগঞ্জের কল্যাণী বাজারে তদারকিমূলক কার্যক্রম পরিচালিত করা হয়।


এ সময় সানি কনফেকশনারীর মালিক মোতালেব হোসেনের কাছে ৫০০০ টাকা, হিমু স্টোরের মালিক বাবুল হোসেনের কাছে ৩০০০ টাকা ও হোসেন স্টোরের বাবুর কাছে ৩০০০ টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন সহকারী পরিচালক মমতাজ বেগম জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, দিনাজপুর।
তদারকি কালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা অধিক মূল্যে পণ্য ঔষধ বিক্রি করা, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করা সহ ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় তিন প্রতিষ্ঠানকে সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়
এ সময় সহকারী পরিচালক মেয়াদোত্তীর্ণ পণ্য গাড়ির চাকায় পিষ্ট করেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ আগুনে পুড়িয়ে দেন এবং অ্যালকোহল জাতীয় পণ্য ভেঙে নষ্ট করেন।