মোঃ মোমিনুল ইসলাম দিনাজপুর বিশেষ প্রতিনিধি :গত ২২/০৭/২০২২ইং তারিখ দিনাজপুর রং মিস্তী শ্রমিক ইউনিয়ন-রেজি নং -রাজ ২২০৯ এর সাধারণ সভায় দাখিলকৃত আয়-ব্যায় বিবরনী অদ্য ২৯/০৭/২০২২ ইং তারিখ রাজবাটী অফিস কার্যালয়ে পর্যালোচনা করেন নির্বাচন কমিশনার এ্যাডঃ রনজিত কুমার সরকার এ সময় উপস্থিত সভাপতি জনাব, মোঃ আব্দুল গাফফার, সাধারন সম্পাদক জনাব সাইদুর ইসলাম ভুট্টু , কোষাধ্যক্ষ জনাব , আশুতোষ রায়, আহবায়ক জনাব , মোঃ খাইরুল ইসলাম ও এ্যাডঃ জনাব মোঃ আশরাফুল ইসলাম সুমন সহ কার্যনির্বাহী সদস্যগন । অতঃপর আগামী সেপ্টম্বর মাসের শেষ সপ্তাহে নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারন করে উক্ত সময়ের মধ্য সদস্যদের নবায়ন ফি পরিশোধ করার জন্য প্রধান কার্যালয়ঃ রাজবাটী , সদর ,দিনাজপুর এ সন্ধ্যা ৬ টা হতে রাত ৯ টা পর্যন্ত দপ্তর সম্পাদক জনাব মোঃ রফিকুল ইসলাম বরাবর যোগাযোগের জন্য সকল সদস্য নির্দেশ দেয়া হয়। সকলের সুস্থতা কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন এ্যাডঃ জনাব, মোঃ আশরাফুল ইসলাম সুমন , জজকোর্ট দিনাজপুর এর সর্বপ্রথম সংবাদ।