নওগাঁয়- নিখোঁজের ৮ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার

0
193

রহমতউল্লাহ,নওগাঁ জেলা প্রতিনিধি:নওগাঁর মহাদেবপুরের হলুদ ক্ষেত থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি উপজেলার আতুড়া গ্ৰামের মহসিন আলীর বলে শনাক্ত করেছেন স্বজনরা।

তারা জানান, মহসিন ৮ দিন ধরে নিখোঁজ ছিলেন।
উপজেলার মহিষবাথান মোড়ে একটি হলুদের ক্ষেতে শুক্রবার রাতে পাওয়া যায় মরদেহটি।

বিষয়টি নিশ্চিত করেছেন, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম আজাদ।

তিনি জানান, ওই ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশ গিয়ে রাত ৯টার দিকে সেটি উদ্ধার করে। খবর পেয়ে সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন মহসিনের স্বজনরা।

মহসীনের ভগ্নিপতি ভ্যানচালক মইনুল ইসলাম বলেন, ‘গত ১৩ জানুয়ারি দুপুরে মহসীনের ফোনে একটা কল আসে। তাকে আমার চার্জার ভ্যানটি নিয়ে যেতে বলা হয়… কিছুক্ষণ পর আমার ভ্যান নিয়ে সে বের হয়।

‘সেদিন রাত সাড়ে ৮টার দিকে তার সঙ্গে যোগাযোগ হয়। সে বলে সে পত্নীতলা থানার নজিপুর বাজারে আছে। পরে রাত ৯ টার দিকে তাকে কল দেই। ফোন তখন থেকে বন্ধ পাওয়া যায়। পরদিন থানায় আমরা একটি জিডি করেছিলাম। আজকে ক্ষেতে যে লাশ পাওয়া গেছে সেটির শরীর, গঠন ও পোশাক দেখে তা মহসীনের বলে আমরা নিশ্চিত করেছি।’

মইনুলের ধারণা, মহসীনকে হত্যা করে ভ্যান ছিনতাই করা হয়েছে।

মহাদেবপুর থানার ওসি আবুল কালাম জানান, মরদেহের শরীরে আঘাতের বেশকিছু চিহ্ন আছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। মহসীনের পরিবার মামলা করলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।