আল আমিন,নাটোর প্রতিনিধিঃ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।
শনিবার সকাল ৮ টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের বগুড়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সুত্রপাত। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।