নাটোরে ঔষধী গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রী

0
197

মো: আল আমিন: বর্তমান কৃষি বান্ধব সরকারের কৃষি উন্নয়ন ও বাস্তবায়ন সরজমিনে পরিদর্শনের অংশ হিসাবে নাটোর সফর করেন কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক। আজ সকালে নাটোরের ঔষধী গ্রাম খ্যাত লক্ষীপুর পরিদর্শনে যান কৃষি মন্ত্রী। মন্ত্রী এসময় কৃষকদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শুনেন। কৃষকরা মন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছাসিত হয়ে তাদের সমস্যার কথাগুলো তুলে ধরেন। মন্ত্রী বলেন,মানুষের কাছে না আসলে তাদের প্রকৃত অবস্থা বোঝা যায়না সে জন্য আমি কৃষকের মাঝে এসেছি তাদের প্রকৃত অবস্থা দেখার জন্য। আমি এখানকার কৃষকদের অসুবিধার কথা শুনলাম তাদের সমস্যা সমধানে সকল ব্যবস্থা গ্রহন করা হবে। এখানকার উৎপাদিত এলোভ্যারার মান খুবই ভাল আর্ন্তজাতিক বাজারে এর প্রচুর চাহদিা রয়েছে। করোনার কারনে এবং জাহাজ ভাড়া বৃদ্ধি পাওয়ায় রপ্তানীতে কিছুটা স্থবিরতা এসেছিল,যা অল্প কিছু দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। দেশীয় বাজারেও এলোভ্যারার চাহিদা বৃদ্ধির জন্য বিভিন্ন কোম্পাণীর সাথে কথা বলবো। আধুনিক কৃষি সম্পসারনের মাধ্যমে এলোভ্যারা প্রক্রিয়া করন ও বাজার জাতের জন্য প্রয়োজনীয় সকল ব্যাবস্থা গ্রহনের আশ্বান দেন তিনি।

এসময় তার সংঙ্গে ছিলেন নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য মো: শফিকুল ইসলাম শিমুল,নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রতœা আহম্মেদ,নাটোর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শরিফুল ইসলাম রমজান সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।