নীলফামারীতে ধান মাড়াই করা গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু,আটক ২

0
221

সুজন মহিনুল : ধান মাড়াই করা গাড়ির ধাক্কায় মিলন রায় নামের এক শিশু (৭) নিহত হয়েছে।২১ মে শুক্রবার দুপুরে নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওটাগাড়ি এলাকায় এ অকাল মৃত্যুর মতো ঘটনা ঘটে। শিশু মিলন রায় শালমারা এলাকার দীপক চন্দ্র রায়ের ছেলে। এসময় এলাকাবাসীর সহযোগিতায় ধানমাড়াই গাড়ির চালকসহ দুই জনকে আটক করে পুলিশ। আটককৃতরা আসামিরা হলেন, একই এলাকার নুর ইসলামের ছেলে সবুজ ইসলাম (২৮) ও মহসীন আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম (১৬)।
এলাকাবাসী সংবাদমাধ্যমে জানায়, শালমারা গ্রামের দুলাল রায়ের বোরো ধান মাড়াই শেষ করে সবুজ ইসলাম ও মঞ্জুরুল ফিরে যাওয়ার সময় ধান মাড়াই গাড়িতে ধাক্কা খেয়ে ছিটকে পরে ওই মিলন । এ সময় গ্রামবাসী তাদের আটক করে সাথে সাথে থানায় খবর দেয়। পরিবারের লোকজন শিশুটিকে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দিকে পুলিশ ওই আটককৃত আসামি দুইজনকে থানায় নিয়ে যায়।ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা আমাদের সংবাদ কে নিশ্চিত করেছেন।