নীলফামারীর ডোমারে পুলিশের নো হেলমেট, নো ফুয়েল প্রচারনা

0
82

মোঃসিরাজুল ইসলাম: নীলফামারীর ডোমার থানা পুলিশ প্রেট্রোল পাম্পগুলোতে “নো হেলমেট,নো ফুয়েল” প্রচারনা চালিয়েছেন বৃহষ্পতিবার(১ডিসেম্বর) জেলা পুলিশের আয়োজনে সকালে ডোমার থানা অন্তভুক্ত প্রেট্রোল পাম্পগুলোতে প্রচারনা চালায় থানা পুলিশ। মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করা, দ্রুতগতিতে মোটরসাইকেল না চালানো ও মটরসাইকেল চালানোর সময় সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করার জন্যে আরোহীদের পরামর্শ দেওয়া হয়।

এসময় ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী,ইন্সপেক্টর(তদন্ত) মো. মাসুদ করিম, এসআই ঠাকুরদাস রায়, কমলেশ চন্দ্র রায়, কাওছার আলী, রবিউল আউয়াল প্রমূখ উপস্থিত ছিলেন।