নেত্রকোণা প্রতিনিধি: আজ বিকাল ২.৩০ঘটিকার সময় পূর্বধলা থানার সেকেন্ড অফিসার আসাদুল ইসলামের নেতৃত্বে পূর্বধালা চৌরাস্তা নামক স্হান থেকে মাদক সহ দুই জন কে আটক করে পুলিশ। আটক কৃতরা হলেন দূর্গাপুর থানার মধ্যবাগানগ্রামের উসূফ আলীর ছেলে, মোঃরিপন মিয়া (২২) ও একই গ্রামের মৃতঃ হরযত আলীর ছেলে দুলাল মিয়া (১৯) পূর্বধলা থানার সেকেন্ড অফিসার আসাদুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে চৌরাস্তা নামক স্হান থেকে মাদক সহ আমরা তাদের আটক করি।