সুমন রাহাত, (নেত্রকোনা প্রতিনিধি) সড়ক দূর্ঘটনা রোধে ও মোটরসাইকেল চলাচলে চালক ও আরোহীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া ব্রীজের মোড়ে হেলমেট পরিহিত মোটরসাইকেল চাকলদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও চালকদের হেলমেট পরে গাড়ী চালানোর পরামর্শ দেন ট্রাফিক বিভাগের সদস্যরা।
আজ সোমবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত নেত্রকোনা ট্রাফিক বিভাগের পরিদর্শক মৃদুল রঞ্জন দাশ নেতৃত্বে এই কর্মসূচি পালন করেছে জেলা ট্রাফিক বিভাগের সদস্যরা। মৃদুল রঞ্জন দাশ জানান, নেত্রকোনা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এর নিদের্শনায় আমরা হেলমেট পরবো নিরাপদে বাড়ী ফিরবো এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা ট্রাফিক বিভাগ এ কর্মসূচি পালন করছি। এই আইন না মানলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।