যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘দৈনিক আমাদের সংবাদ ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২১ চলছে। বিগত ১১ বছর ধরে ‘দৈনিক আমাদের সংবাদ’ প্রিন্ট মিডিয়া ও অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘দৈনিক আমাদের সংবাদ‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ ।

পদের নামঃ ব্যুরোপ্রধান , জেলা প্রতিনিধি ও সংবাদ প্রতিনিধি (সাংবাদিক)।
কর্মস্থলঃ বিভাগে (প্রতিটি জেলা, উপজেলা, থানা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে)।
যোগ্যতাঃ সাংবাদিক পেশায় অভিজ্ঞতা ব্যাক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি কলেজ ,বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন।
জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২১ :
সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করার নিয়মঃ
- ছবিসহ আপনার নিজের ইমেইল থেকে অনলাইনে সিভি / জীবন বৃত্তান্ত পাঠাতে হবে। সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে ই-মেইল থেকে সিভি পাঠাবেন, পত্রিকা থেকে সেই ই-মেইলেই রিপ্লাই দেয়া হবে। amadersangbadbd71@gmail.com
- সিভি এর সাথে Attachment হিসাবে আপনার সদ্য তোলা ছবি, ন্যাশনাল আইডি কার্ড (স্মার্ট আইডি কার্ড), সার্টিফিকেট / মার্কসিট অথবা স্নাতক পাস বা সাধারন ডিগ্রী চলমান থাকলে তার Admit Card / Registration Card প্রমাণ স্বরূপ দিতে হবে।
- যে এলাকায় আপনি অবস্থান করবেন সেই এলাকার জন্য আবেদন করবেন।
- পরিশ্রমী, মেধাবী,অধ্যায়নরত ছাত্রছাত্রীরা এবং অভিজ্ঞ/নতুনদের অগ্রাধিকার দেয়া হবে।
- নিউজের পাশাপাশি প্রতিনিধিদের পত্রিকার আয়ের একমাত্র উৎস বিজ্ঞাপন সংগ্রহে মনোযোগী হতে হবে।
- নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজের ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।
- অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে।
- নিউজের ছবি অথবা নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে।
- চূড়ান্ত নিয়োগের পর আইডি কার্ড প্রদান করা হবে।
- প্রতিনিধিদের নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে।
- আবেদন করার ৭২ ঘন্টা বা ৩ দিনের মধ্যে যাচাই-বাচাই করে সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) হিসাবে কাজ করতে পারবে কি না তা নিশ্চিত করা হবে।
- নিয়মিত সবশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সঙ্গে থাকুন :
- সম্পাদক ও প্রকাশক : রুহুল আমিন রতন
- নির্বাহী সম্পাদক : এমডি জাহাঙ্গীর আলম
- বার্তা কার্যালয়: সাংবাদিক এলাকা ,মিরপুর ১১ , ঢাকা-১২১৬
- প্রতিনিধি নিয়োগের জন্য আফিস ফোন: 01521216320
- বিজ্ঞাপন ও সারকুলেশনঃ 01820957593
- ই-মেইল amadersangbadbd71@gmail.com
আরও নিয়োগ বিজ্ঞপ্তি: জাতীয় দৈনিক পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২১
বিশেষ দ্রষ্টব্য: কলেজ ,বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রীদের কাজ করার জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা।এছাড়াও অভিজ্ঞতা ব্যাক্তিগণদের বেতন ভাতার সুবিধা রয়েছে।