মোঃ রোমান আকন্দ,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ- মোবাইল কিংবা খবরের পাতা খুললেই চোখে ভেসে উঠছে দুর্ঘটনার খবর।
তেমনি ভাবে অন্যান্য দিনের নেয় আজ বৃহস্পতিবার সকাল ০৯ ঘটিকার সময় ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের বোচারবাজার এলাকায় একটি মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে
সড়ক দুর্ঘটনায় নিহিত শিশুর নাম রাদিয়া বয়স(০৮)।সে জামালপুর জেলার সানন্দবাড়ি এলাকার আবু সাঈদ এর মেয়ে।
ঘটনা সূত্রে জানা যায় উক্ত শিশু তার পিতা-মাতার সাথে বৃহস্পতিবার সকালে নিজ বাড়ী হইতে ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের বোচারবাজারে নানা বাড়ীতে মামার বিয়ে খাওয়ার জন্য আসে।সকালে বাড়ীর সামনে সড়ক পার হওয়ার সময় পেছন থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা রাদিয়াকে ধাক্কা দেয়। শিশু বাচ্চাটি ধাক্কার আঘাতে সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
উদাখালি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মকবুল মিয়া সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এমন একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে মনের আক্ষেপে উওেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে।