বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে সাহরি আয়োজন

0
215

আজকের এই পবিত্র লাইলাতুলকদরের রাতে চুয়াডাঙ্গা জেলার প্রান-প্রিয় দানবীর জননেতা বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে পৌর শহরে যারা এই পবিত্র রামজান মাসে রোজা করছে কিন্ত ঠিক ভাবে সাহরি করতে পারে না তাদের জন্য বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে সাহরি আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নিজ হাতে সাহরি বিতরন করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বঙ্গবন্ধু ছাত্রপরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিক।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা রেল শ্রমিক ইউনিয়ন শাখার অন্যতম নেতা আব্দুল কালাম,জেলা ছাত্রলীগ নেতা হারুন জোয়ার্দ্দার, কলেজ ছাত্রলীগ নেতা আলিফ জোয়ার্দ্দার, বঙ্গবন্ধু ছাত্রপরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি সিরাজুল ইসলাম মিন্টু,যুগ্মসাধারণ সম্পাদক ফিরোজ,সাংগঠনিক সম্পাদক তানজিল আহম্মেদ বারেক,সাফায়েত বাবু,দপ্তর সম্পাদক আল নোমান সহ বঙ্গবন্ধু ছাত্রপরিষদ চুয়াডাঙ্গা জেলা,আলমডাঙ্গা উপজেলা,দামুড়হুদা উপজেলা ও জীবননগর উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
এসময় প্রধান অতিথি হিমেল মল্লিক বলেন প্রিয় রোজাদার ভাই,বোনেরা আপনারা আমাদের লিডার জননেতা ছেলুন এমপি মহোদয় এর জন্য দোয়া করবেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে এই জনপদে এসে আপনাদের পুনরায় সেবা করতে পারে,তিনি আরো বলেন এই সেই মহান নেতা যার কাছে বিপদ-আপদে ছুটে গেলে খালি হাতে কেউ ফেরেন না মহান আল্লাহতালা তার নেক হায়াত দান করুক,সেই সাথে সমাজের বিত্তবানদের অন্ততো এই পবিত্র রমজান মাসে বেশি বেশি দান করার অনুরোধ জানান পরিশেষে সকলের নিকট দোয়া কামনা করেন।