মোঃ রাহাত হোসেন আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের মতলেব মিয়ার স্ত্রী রুনু বেগম। তাঁর দুই ছেলে বাহাউদ্দিন মিয়া, মাঈন উদ্দিন মিয়া ও শারীরিক প্রতিবন্ধী মেয়ে ফারহানা জাহান এলিন। ফারহানা জাহান এলিন সে শেখ হাসিনা মহিলা কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী।
রুনু বেগম বলেন এই করোনার মধ্যে ছেলেরা আমার প্রতিবন্ধী মেয়ে ও আমাকে কোন খাবার না দিয়ে মাঝে মধ্যে ঘর বন্ধ করে শারিরীক ও মানষিক নির্যাতন করে। তিনি আরো বলেন তিনি যে ঘরে থাকেন সেই ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তার ছেলেরা।
মা ও মেয়ে অর্ধাহারে খুবই মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগ পাওয়া যায় ।
মা রুনু বেগম এ ঘটনার প্রতিকার চেয়ে গত ২৯ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আগৈলঝাড়া বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত বাহাউদ্দিন ও মাঈন উদ্দিন মিয়া’র সাথে ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, উভয় পক্ষকে ডেকে একটি সমাধানের ব্যবস্থা করা হবে। এবং সরকারি ভাবে মা ও মেয়েকে যতটুকু সম্ভব সহায়তা করা যায় তাঁর ব্যবস্থা করা হয়েছে বলে সাংবাদিকদের জানান।