বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

0
178

মোঃ রাহাত হোসেন আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ( কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব জসীম উদ্দীন হায়দার সাহেবের নির্দেশনায় সরকার কর্তৃক ঘোষিত সর্বাত্মক “লক ডাউন” কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নসহ জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ বিকাল ০৩ঃ০০ টা থেকে সন্ধ্যা ০৭ঃ৩০ টা পর্যন্ত আগৈলঝাড়া উপজেলার আগৈলঝাড়া বাজার,বাইপাস, কান্দিরপাড় বাইপাস, জোবারপাড়, বড় মাগরা, পয়সারহাট বাজার, দাসের হাট, গৈলা বাজার, রথখোলা বাজার,আমবৌলা বাজারসহ জনসমাগম স্থলে মোঃ আবুল হাশেম, ইউএনও, আগৈলঝাড়া, বরিশাল কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া এবং মাস্ক ব্যতীত কেউ যাতে কোন প্রকার সেবা না পায় সেটি নিশ্চিত করার জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও ঔষুধ বিক্রেতাদের নির্দেশনা প্রদান করা হয়। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় ০৩ টি প্রতিষ্ঠানকে ০৪ টি মামলায় সর্বমোট ১৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় আগৈলঝাড়া থানা পুলিশ, আনসার সদস্য, পেশকার সিদ্দিকুর রহমান ও সাংবাদিকবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।